রাফায় দুই জিম্মিকে উদ্ধারের দাবি ইসরায়েলের

প্রকাশ: ফেব্রুয়ারি ১২, ২০২৪

বণিক বার্তা অনলাইন

হামাস-ইসরায়েল সংঘাতের ১২৮ দিন পর গাজার দক্ষিণের শহর রাফা অঞ্চল থেকে দুই জিম্মিকে উদ্ধার করার দাবি করেছে ইসরায়েল। উদ্ধারকৃত জিম্মিরা হলেন, ফার্নান্দো সাইমন মারমান (৬০) ও লুই হার (৭০)। খবর সিএনএন।

গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) এক বিশেষ অভিযানের পর প্রায় চার মাস আগে হামাসের হাতে জিম্মি হওয়া এ দুই জিম্মিকে উদ্ধার করেছে আইডিএফ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, উদ্ধার করা ওই জিম্মিদের তেল হাশোমারের সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানা গেছে।

আইডিএফ এবং ইসরায়েলের পুলিশ সদস্যের যৌথ অভিযানে গতকাল রাতে জিম্মিদের মুক্ত করা হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মাইক্রো ব্লগিং এক্সের এক বার্তায় এই অভিযানকে ‘হৃদয়গ্রাহী অভিযান’ বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস প্রায় ২৪০ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। তাদের মধ্যে উদ্ধার করা এই দুই ইসরায়েলিও ছিলেন। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫