রুশ বাহিনীর বিরুদ্ধে ইলোন মাস্কের স্টারলিংক ব্যবহারের অভিযোগ ইউক্রেনের

প্রকাশ: ফেব্রুয়ারি ১২, ২০২৪

বণিক বার্তা অনলাইন

রাশিয়া অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোতে ইলোন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারের অভিযোগ করেছে কিয়েভ। গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) এই অভিযোগ তুলেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনী। খবর দ্য গার্ডিয়ান।

কিয়েভের গোয়েন্দা বাহিনীর দাবি, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলার পর থেকে ইলোন মাস্কের স্যাটেলাই ব্যবস্থা কৌশলগতভাবে ব্যবহার করে আসছে মস্কো। তবে কিয়েভের এ অভিযোগ অস্বীকার করেছে স্টারলিংক। রুশ সরকার বা তাদের সামরিক বাহিনীর সঙ্গে স্টারলিংকের কোনো ধরনের ব্যবসায়িক সংযোগ নেই বলে দাবি করেছে তারা।

এদিকে রাশিয়ার ব্যবহৃত ডিভাইসগুলো শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের (জিইউআর) মুখপাত্র আন্দ্রি ইউসভ। এক বিবৃতিতে সংস্থাটি বলছে, টার্মিনালগুলো রাশিয়ার ৮৩তম এয়ার অ্যাসল্ট ব্রিগেডের মতো ইউনিটগুলো ব্যবহার করে থাকে। এ ব্রিগেড দোনেৎস্কের আংশিক দখলকৃত পূর্বাঞ্চলের ক্লিশচিভকা ও আন্দ্রিভকা শহরের কাছে যুদ্ধরত রয়েছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫