অভিনেতা ইরফান খান চলে গেছেন প্রায় চার বছর। ইরফানপুত্র বাবিল এর মধ্যেই নাম কামিয়েছেন অভিনেতা হিসেবে। নানা সময়ে তিনি বাবার কথা স্মরণ করেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ইরফান খানের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে বাবাকে নিয়ে লিখেছেন নিজের মনের কিছু কথা। বাবিল লিখেছেন, ‘আমার মতো করে তাকে কেউ চিনত না। তিনি আমাকে যেভাবে চিনতেন, সেভাবে আমাকেও কেউ চিনবে না।’
পিতা-পুত্রের মধ্যে চমৎকার সম্পর্ক ছিল তা স্পষ্ট। বাবিল সত্যিই বাবাকে নায়ক মনে করেন। বাবিলের পোস্ট করা একটা ছবিতে দেখা যায়, ইরফান একটি বড়শি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। বাবিল অন্য দিকে তাকানো। বাবিল লিখেছেন, ‘তার অভাব অনুভব করি এমন কথা বলা খুব সহজ। কারো শোকে কাঁদাও সহজ। কোনটা কঠিন জানেন? তিনি যখন আমাকে দেখলেই বাবলুউউ বলে ডেকে উঠতেন, কণ্ঠের সে দরদের কথা মনে করা কষ্টকর।’
বাবিল জানিয়েছেন, ইরফান নিজের জন্মদিন মনে রাখতে পারতেন না। কখনো জন্মদিন নিয়ে তেমন কোনো উচ্ছ্বাসও ছিল না তার। এমন একজন মানুষকে ও তার যাপনকে বাবিল উদযাপন করতে চান।
বাবাকে সবসময় কাছে পেতেন না বাবিল। বিশেষত শুটিংয়ের দিনগুলোয় দূরে দূরে থাকতে হতো। এ নিয়ে বাবিল লেখেন, ‘তখনকার একটা কথা এখনো মনে পড়ে। শুটিংয়ের জন্য দিনের পর দিন বাইরে যখন থাকতেন, তার অভাববোধ করতাম। স্ক্রিপ্ট পড়ার সময় কোনো কোনোদিন বাবার চোখে হাত বুলিয়ে দিতাম আর তিনি ঘুমিয়ে পড়তেন।’
অভিনয়ের পাশাপাশি ইরফানের কণ্ঠের প্রেমে পড়েছেন তার বহু ভক্ত। বাবিল লিখেছেন, ‘তার স্বর ছিল গভীর। আমার জন্য তা ছিল প্রার্থনার মতো।’
সিনেমাসংশ্লিষ্ট সবার সুযোগ হয় না পরিবারের সঙ্গে কাজ করার। কিন্তু বাবিলের হয়েছিল। তিনি বাবার অভিনীত ‘কারিব কারিব সিঙ্গেল’ সিনেমায় ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। বাবাকে খুব কাছ থেকে অভিনয় করতে দেখেছেন সে সময়। পেশাগত ও পারিবারিক দুই জীবনেই তিনি বাবাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। বাবাকে স্মরণ করে বাবিল লিখেছেন, ‘তোমার সঙ্গে যদি আর একবার আমার দেখা হতো! বলতে পারতাম, তোমার কাছ থেকে পাওয়া শিক্ষা ছাড়া আমি তৈরি হয়ে উঠতে পারতাম না। আমি তোমাকে খুঁজে নেব, আবার কোথাও।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস