ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

পোশাক খাতে দক্ষ জনশক্তি জোগান দিচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ

প্রকাশ: জানুয়ারি ২২, ২০২৪

ফিচার প্রতিবেদক

দেশের দ্রুত অগ্রসরমাণ গার্মেন্টস শিল্পে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য উজ্জ্বল ক্যারিয়ার গড়ার অপার সম্ভাবনা ও সুযোগ রয়েছে। বাংলাদেশে চাকরির বাজারে বর্তমানে যে কয়টি বিষয়ের গ্র্যাজুয়েটদের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে তার মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল সেক্টরের বিভিন্ন ফ্যাক্টরিতে টেকনিক্যাল ও ম্যানেজারিয়াল পজিশন এবং বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং ও শিক্ষকতায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা দিন দিন বাড়ছে। তবে চাহিদা অনুযায়ী দক্ষতা না থাকায় অনেক ক্ষেত্রে বিড়ম্বনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। 

সম্প্রতি কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাড়তি নজর দিয়ে পরিচালিত হচ্ছে টেক্সটাইল ইনিঞ্জিনিয়ারিং বিভাগ। যার মধ্যে অন্যতম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের জন্য দেশের শীর্ষস্থানীয় পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড গ্রুপের ১৯টি টেক্সটাইল বিষয়ক ইন্ডাস্ট্রিতে আছে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ। এছাড়া নিজেদের ৩০টিরও বেশি প্রতিষ্ঠানে থাকছে ইন্টার্ন ও চাকরির ব্যবস্থা। বিশ্বমানের টেক্সটাইল শিল্পের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের এ শিল্পও দ্রুত এগিয়ে নিতে অবদান রাখছে এ বিশ্ববিদ্যালয়।

গুরুত্বপূর্ণ এ বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করে, স্পিনিং মিল, উইভিং ফ্যাক্টরি, ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং মিল, গার্মেন্ট ফ্যাক্টরি, কম্পোজিট মিল, ডেনিম প্রজেক্ট, ওয়াশিং প্লান্ট, বায়িং হাউজ, মার্চেন্ডাইজিংসহ বেসরকারি সেক্টরে কাজ করতে পারছেন শিক্ষার্থীরা। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি পলিটেকনিক ও কলেজগুলোয়ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষকতার সুযোগ রয়েছে।

আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম মোশাররফ হুসাইন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষা ও উন্নয়ন খাতে অবদান রাখার উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। আমি মনে করি, আমাদের এ বিশ্ববিদ্যালয় শিক্ষিত জাতি গঠনে এবং উচ্চ শিক্ষার চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলব যাতে তারা দেশে ও বিদেশে বিশেষ ভূমিকা রাখতে পারে। এ বিশ্ববিদ্যালয়কে আমরা আয়ের উৎস হিসেবে প্রতিষ্ঠা করিনি। বিশ্ববিদ্যালয়ের অর্থ দিয়ে এর সার্বিক উন্নয়ন সাধনই আমাদের লক্ষ্য।’

আইএসইউ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান বলেন, ‘‌বর্তমানে দেশে ১০০টির অধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা উন্নত শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমাদের এ বিশ্ববিদ্যালয়কে প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য আমাদের শিক্ষার্থীরা এখান থেকে লেখাপড়া শেষ করে দেশের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং নিজেদের একজন মর্যাদাশীল ব্যক্তি হিসেবে পরিচয় দিতে পারবে।’

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল আওয়াল খান বলেন, ‘শিক্ষাজীবন শেষে চাকরির বিষয়টি পরিবারের অপরিহার্য চাওয়া । চাকরির সেক্টর বাড়াতে দরকার সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ। স্ট্যান্ডার্ড গ্রুপ উচ্চ শিক্ষার সুযোগের সঙ্গে সঙ্গে নিজস্ব প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দিচ্ছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের জন্য সে সুযোগ বেশি।’

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব এবং নিজের বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা সম্পর্কে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ইঞ্জিনিয়ার মো. আব্দুল বাছেদ মিয়া বলেন, ‘বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল সেক্টর বিশ্ব প্রতিযোগিতার সম্মুখীন এবং প্রায় ৮৬ শতাংশের অধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে এ সেক্টরের ভূমিকা উল্লেখযোগ্য। সরকারি পর্যায়ে অগ্রাধিকার খাত হিসেবে এ সেক্টরে কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরির কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু শুধু সরকারিভাবে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলা কখনই সম্ভব নয়। তাই বেসরকারিভাবেও এ সেক্টরের উন্নয়ন ও প্রতিযোগিতার দরকার। সেই তাগিদে বাংলাদেশের স্বনামধন্য ও আন্তর্জাতিকভাবে পরিচিত স্ট্যান্ডার্ড গ্রুপ আইএসইউ নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে।’

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আফসানা আক্তার মিম জানান, চমৎকার পড়াশোনার পরিবেশ, সুদক্ষ শিক্ষকমণ্ডলী, আধুনিক ল্যাবরেটরি এবং সমৃদ্ধ লাইব্রেরির এক অনন্য সমাবেশ আমাদের এ প্রিয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫