গিয়ার আয়োজিত অনুষ্ঠানে বক্তারা

পোশাক খাতে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন

প্রকাশ: ডিসেম্বর ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশের পোশাক খাত এগিয়ে যাচ্ছে। এ খাতে আরো টেকসই উন্নয়নে লিঙ্গসমতা, নারীর দক্ষতা ও ক্ষমতায়ন প্রয়োজন। পোশাক খাতে নারী নেতৃত্বকে এগিয়ে নিতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে। চট্টগ্রামে গতকাল এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আইএলও ও আইএফসির যৌথ উদ্যোগ জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড রিটার্নস (গিয়ার) ‘জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড রিটার্নস: অ্যাডভান্সিং উইমেন লিডারশিপ, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রডাক্টিভিটি ইন দ্য সাপ্লাই চেইন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুওমো পোটিআইনেন বলেন, ‘বাংলাদেশের পোশাক খাতে আমার ভালো অগ্রগতি দেখতে পাচ্ছি। এ খাতে আরো টেকসই উন্নয়নে লিঙ্গসমতা, নারীর দক্ষতা ও ক্ষমতায়ন প্রয়োজন। পোশাক খাতে নারীদের লিডারশিপ কোয়ালিটি আরো শক্তিশালী করতে হলে সব সংগঠনকে ভালোভাবে কাজ করতে হবে। এতে আরো ভালো কাজের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বড় পজিশনগুলোয়ও কাজ করতে পারবে নারীরা। টেকসই শিল্পায়ন নিশ্চিত করতে হলে নারীদের কাজের দক্ষতাকে কাজে লাগাতে হবে।’

এক ভিডিও বার্তায় বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, ‘গিয়ারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। এখানে লিঙ্গসমতার অগ্রগতি অনেককে অনুপ্রাণিত করছে। গিয়ার নারীদের লিডারশিপ তৈরিতে কাজ করে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশ সরকারের পলিসিগুলোকে সব সময় সহযোগিতা করে আসছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫