উখিয়ায় গোলাগুলিতে রোহিঙ্গা নিহত

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি I কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে দাবি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসও গ্রুপ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থানের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫