পড়াশোনা শেষে...

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৩

গ্র্যাজুয়েটদের চাকরি পাওয়ার হার শতভাগ

ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগটি ২০ বছরের বেশি সময় ধরে গ্র্যাজুয়েট বের করছে। বাংলাদেশের প্রতিটি প্রসিদ্ধ ইন্টেরিয়র কোম্পানি, আর্কিটেকচার ফার্ম ও ইন্টেরিয়র ম্যাটেরিয়ালস কোম্পানিগুলোর সঙ্গে আমাদের সমঝোতা স্মারক রয়েছে। আমাদের শিক্ষার্থীরা প্রথম বর্ষেই খণ্ডকালীন চাকরি শুরু করে। গ্র্যাজুয়েশন শেষ করার সঙ্গে সঙ্গেই সবাই কর্মজীবনে প্রবেশ করে। এটি আমাদের জন্য গর্বের যে আমরা চাকরি নিশ্চিত করি না, কিন্তু গ্র্যাজুয়েটদের চাকরি পাওয়ার হার শতভাগ। বার্জার পেইন্টস, নাদিয়া ফার্নিচার, হাতিল ফার্নিচার, আক্তার ফার্নিচার, এশিয়ান পেইন্টস, পার্টেক্স ফার্নিচার—এসব প্রসিদ্ধ কোম্পানিগুলো থেকেই আমাদের গ্র্যাজুয়েটদের খুঁজে নেয়া হয়। যত রিয়েল এস্টেট কোম্পানি আছে সেখানেও আমাদের গ্র্যাজুয়েটরা চাকরি করেন। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতাগুলোয়ও শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হচ্ছে। আমাদের পাঠ্যক্রম আন্তর্জাতিক মানের। গ্র্যাজুয়েশন শেষে অনেক শিক্ষার্থী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা নিচ্ছে। অনেকে ফ্রিল্যান্সিং করছে। 

পালোয়ান মাহবুব হায়দার 

সাবেক শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক, ইন্টেরিয়র আর্কিটেকচার বিভাগ

আমাদের ফার্মে এখন নয়জন ডিজাইনার

বর্তমানে বাসা-বাড়ি, অফিস, কিচেন এমনকি একটি চায়ের দোকানেও সুন্দর ডেকোরেশন দেখা যায়। সবাই শৈল্পিকভাবে সবকিছু উপস্থাপন করতে চায়। এ সেক্টরে যেমন অভিজ্ঞ জনবল প্রয়োজন তেমন পাওয়া যাচ্ছে না। শুরুতে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতাম। ক্লাসমেট ফাজানা কবির তাসমিনকে সঙ্গে নিয়ে একটি কোম্পানি চালুর পরিকল্পনা থেকে একটি ট্রেড লাইসেন্সও নিয়ে রেখেছিলাম। সবকিছু কীভাবে শুরু করব বুঝতে পারছিলাম না। হঠাৎ আমরা দুটো বড় প্রজেক্টের কাজ পেলাম। সে টাকা বিনিয়োগ করে ছোট অফিস নিই। অরূতাস ইন্টেরিয়র নামে ২০১৫ সালে আমাদের কোম্পানির যাত্রা হয়। এখন আমাদের কোম্পানিতে নয়জন ডিজাইনার কাজ করেন। একটি কাস্টমাইজড ফার্নিচার ফ্যাক্টরিও রয়েছে। প্রজেক্টগুলোয় আমাদের কোম্পানির কাস্টমাইজড ফার্নিচার দেয়া হয়। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, মালেশিয়ায় আমরা কাজ করেছি। বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি প্রজেক্টের কাজ চলছে। দেশে আমাদের সবচেয়ে বেশি কাজ সাধারণত বাসা-বাড়ির ইন্টেরিয়র ডিজাইন, তবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন রিসোর্ট, গার্মেন্টসের ইন্টেরিয়র ডিজাইন আমরা করেছি। 

অরূপা দত্ত, ম্যানেজিং পার্টনার, অরূতাস ইন্টেরিয়র বিডি

সাবেক শিক্ষার্থী, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫