আইইউবিএটির নার্সিং

গ্র্যাজুয়েটদের সাফল্যগাঁথা

প্রকাশ: নভেম্বর ০৬, ২০২৩

আইইউবিএটির আন্তর্জাতিক মানের কারিকুলামের জন্যই আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নার্স হিসেবে পিএইচডি গবেষণার সুযোগ পেয়েছি। এর আগে আইইউবিএটি থেকে স্নাতক শেষে রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করেছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল এবং আইসিডিডিআর,বিতে। পরবর্তীসময়ে দীর্ঘদিন আইইউবিএটির কলেজ অব নার্সিংয়ে শিক্ষকতা করেছি। ২০১৬ সালে সুইডিশ ইউনিভার্সিটি স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালস পেয়ে উপসালা ইউনিভার্সিটিতে মাস্টার্স অব ইন্টারন্যাশনাল হেলথ নিয়ে লেখাপড়া করি। সুইডেনের নার্সিং লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপসালা বিশ্ববিদ্যালয় হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসেবেও কাজ করেছি।

মোহাম্মদ আলী: পিএইচডি গবেষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সাবেক শিক্ষার্থী, আইইউবিএটি

কয়েক বছর বাংলাদেশের একটি জেলা সদর হাসপাতালে চাকরি করার পর ২০২০ সালে আমি স্টাইপেন্ডিয়াম হাঙ্গারিকাম স্কলারশিপ নিয়ে পেকস বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে মাস্টার্স ডিগ্রি নিই। মাস্টার্স শেষে পেকস বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করি। বর্তমানে আমি বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের নিবন্ধিত নার্স হিসেবে কাজ করছি। আন্তর্জাতিক পাঠ্যক্রম, ইংরেজি শেখার পরিবেশ এবং সবচেয়ে অভিজ্ঞ আন্তর্জাতিক ফ্যাকাল্টি সদস্যদের মাধ্যমে আমি আইইউবিএটি থেকে যে মানসম্পন্ন শিক্ষা পেয়েছি, তা আমাকে বিদেশে উচ্চশিক্ষার পথ মসৃণ করেছে।  

মোহাম্মদ আজ বাহার: রেজিস্টার্ড নার্স, ইংল্যান্ড, সাবেক শিক্ষার্থী, আইইউবিএটি 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫