আইইউবিএটির নার্সিং

ভিনদেশী শিক্ষার্থীদের চোখে আইইউবিএটির নার্সিং

প্রকাশ: নভেম্বর ০৬, ২০২৩

জাতীয়ভাবে স্বীকৃত ও ব্যতিক্রমী নার্সিং প্রোগ্রামের জন্য আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি বেছে নিয়েছি। বৈচিত্র্যময় স্টুডেন্ট কমিউনিটি এবং ক্যাম্পাসের পড়াশোনা সহায়ক পরিবেশ দ্বারাও গভীরভাবে প্রভাবিত হয়েছিলাম। যেটি সমৃদ্ধ করেছে আমার বিশ্ববিদ্যালয় জীবনকে। সামগ্রিকভাবে আমি আইইউবিএটির প্রতি কৃতজ্ঞ। কারণ আমি পূর্ণ বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ পেয়েছি। এ বিশ্ববিদ্যালয়কে বারবার বেছে নেয়ার জন্য আমি কখনই দ্বিতীয়বার ভাবব না।  

অঞ্জু গালি: ভুটান, শিক্ষার্থী, নার্সিং বিভাগ, আইইউবিএটি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। নামটি আমি প্রথম শুনেছিলাম ভুটানের শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাডাল্ট অ্যান্ড হায়ার এডুকেশন বিভাগের ওয়েবসাইটে স্কলারশিপের বিজ্ঞপ্তি  থেকে।৷ তারপর আমি বিশ্ববিদ্যালয়টির কলেজ অব নার্সিং সম্পর্কে জানতে পারি এবং আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে জানতে পারি। বাংলাদেশে আসার পর আমি নিশ্চিত ছিলাম না যে ডাক্তারি পেশা বেছে নেয়া আমার জন্য উপযুক্ত ছিল কিনা, কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝতে পারলাম যে নার্সিং বেছে নেয়া কখনই ভুল সিদ্ধান্ত ছিল না। বাংলাদেশে আসা এবং আইইউবিএটিতে অধ্যয়ন আমার জীবনের সুন্দর অভিজ্ঞতাগুলোর একটি। 

ঈশিকা প্রধান: ভুটান, শিক্ষার্থী, নার্সিং বিভাগ, আইইউবিএটি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫