আলোচনা সভায় বক্তারা

আক্রান্ত হয়েও ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলেছেন অমর্ত্য সেন

প্রকাশ: নভেম্বর ০৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

শাসন ব্যবস্থার ধরন সম্পর্কিত আলোচনায় বরাবরই গণতন্ত্র, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এর ফলে নানা সময়ে ভারতের মোদি সরকারের আক্রমণের শিকার হয়েছেন তিনি।৷ তার পরও ভারতীয় সমাজ ও সংস্কৃতির ধর্মনিরপেক্ষ চরিত্রের পক্ষে কথা বলা অব্যাহত রেখেছেন। রাজধানীতে গতকাল এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। অমর্ত্য সেনের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) ভবনে এ আলোচনা সভার আয়োজন করে বিআইডিএস। 

সভায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘পৃথিবীতে খুঁজলে অমর্ত্য সেনের মতো খুব কম অর্থনীতিবিদ পাওয়া যাবে যাদের প্রভাবিত করার ক্ষমতা রয়েছে। শুধু ভারত নয়, বিশ্বব্যাপী তার মতামত খুব গুরুত্বের সঙ্গে দেখা হয়।’ 

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘অমর্ত্য সেন বিশ্ব নাগরিক ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি কি শুধু নিজেকে বিশ্ব নাগরিক মনে করেন? ১৯৯৮ সালে নোবেল পুরস্কার পাওয়ার পর সেখান থেকে সরাসরি ঢাকায় এসেছিলেন। এখানে তার শিশুকাল কেটেছিল। তিনি এসে সেন্ট গ্রেগরি স্কুলে যান, পুরনো বাড়ি দেখতে যান।’ 

তিনি বলেন, ‘একটা মানুষ পেশাগত সাফল্যের উচ্চতম স্থানে পৌঁছানোর পর যতই বিশ্ব নাগরিক হন না কেন তিনি শেকড়ের সন্ধান করেন। সেজন্য তিনি সোজা ঢাকায় এসেছিলেন। কলকাতায় তাকে এ নিয়ে প্রশ্নও করা হয়েছিল।’ 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫