একই মঞ্চে জেমসের সঙ্গে সেরা সব ব্যান্ড

প্রকাশ: অক্টোবর ০৫, ২০২৩

ফিচার প্রতিবেদক

সংগীতপ্রেমীদের একটা বড় অংশ অপেক্ষায় থাকেন কনসার্টের জন্য। কারণ একই মঞ্চে দেখা মেলে একাধিক সংগীতশিল্পীর। আজ ঢাকার একই মঞ্চে হাজির হবেন দেশের সেরা সব ব্যান্ড। তাদের মধ্যে অন্যতম জেমস। 

গত বছরের সফলতার পর আজ বসছে ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’-এর দ্বিতীয় আসর। সিনটিয়া ও ফুল সার্কেল ক্রিয়েটিভসের আয়োজনে নগরবাউল জেমস, আর্টসেল, ক্রিপটিক ফেইট, অ্যাভোয়েডরাফা, বে অব বেঙ্গল, শার্পনেল মেথড, সোনার বাংলা সার্কাস, ক্যালিপসো, ক্রাঞ্চের মতো জনপ্রিয় রক ব্যান্ডগুলো এবার পারফর্ম করবে। আজ বসুন্ধরায় অবস্থিত আইসিসিবি নবরাত্রি হলে বেলা ৩টায় শুরু হবে এ আসর। চলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। 

আয়োজকরা জানিয়েছেন, জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত সব গান দিয়ে ইভেন্টের লাইন-আপ সাজানো হয়েছে। ইভেন্টের অন্যতম সেরা আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তি গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। এ বিষয়ে প্রিন্স মাহমুদ বলেন, ‘‌আমি আসলে কনসার্টটা উপভোগ করতে যাব। এরা প্রত্যেকেই আমার অসম্ভব পছন্দের দল।’ 

জেমস ভক্তদের জন্য এ কনসার্ট একটু আলাদা। কারণ ২ অক্টোবর ছিল জেমসের জন্মদিন। সদ্য ৫৯-এ পা দেয়া চিরতরুণ এ গায়ক আজ ঢাকার মঞ্চ মাতাবেন। আজকের কনসার্ট ঘিরে জেমস ভক্তদের আগ্রহ সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ করলে দেখা যায়। এর আগে প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রে থেকে ঢাকায় ফিরে রক তারকা জেমস কনসার্টে অংশ নিয়েছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫