লিবিয়া থেকে ফিরল বিমান বাহিনীর ত্রাণবাহী বিমান

প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৩

বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান লিবিয়ার ঘূর্ণিঝড় ও বন্যাকবলিতদের জন্য মানবিক সহায়তা প্রদান শেষে গতকাল ভোর ৫টা ২০ মিনিটে বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে প্রত্যাবর্তন করে।  

গত ১০ সেপ্টেম্বর লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানার ফলে সৃষ্ট বন্যায় সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দেয়। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তা দেয়ার সিদ্ধান্তের ফলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ জে পরিবহন বিমান লিবিয়ায় পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আনুমানিক ১১ হাজার কেজি শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ এবং ত্রাণসামগ্রী নিয়ে সি-১৩০জে পরিবহন বিমানে ১৬ জনের একটি দল গত ১৪ সেপ্টেম্বর ঢাকা থেকে যাত্রা করে। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মেজবাহ উদ্দিন মিশন কমান্ডারের দায়িত্ব পালন করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সার্বিক নির্দেশনায় মিশনটি পরিচালিত হয়। —আইএসপিআর


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫