স্টেট ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট অনুষ্ঠিত

প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৩

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সাব সিএসই ফেস্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সাব (এসইউবি) কম্পিউটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফেস্টের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. নওজিয়া ইয়াসমিন। তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের অভিনন্দন জানান। বিভাগীয় প্রধান মোহাম্মদ মাসুদ তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান। তিনি চতুর্থ শিল্প বিপ্লব, মেশিন লার্নিং এবং এআই এর উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিএসই বিভাগের উপদেষ্টা ড. সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, রেজিস্ট্রার, পাবলিক রিলেশন ডিরেক্টর বক্তব্য প্রদান করেন। বিভিন্ন গেমিং প্রতিযোগিতা ছাড়াও উৎসবের অন্যতম আকর্ষণ ছিল কম্পিউটার প্রোগ্রামিং এবং রোবোটিক প্রজেক্ট।-বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫