দক্ষিণ কোরিয়ায় ভোক্তা মূল্য বেড়েছে

প্রকাশ: সেপ্টেম্বর ০৬, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

টানা দুই মাস পতনের পর দক্ষিণ কোরিয়ার ভোক্তা মূল্য আগস্টে গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। কারণ হিসেবে ছিল কৃষি ও শিল্পোৎপাদিত পণ্যের উচ্চমূল্য। সম্প্রতি প্রকাশিত সরকারি প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

মূল্যস্ফীতি পরিমাপের অন্যতম খাত হলো ভোক্তা মূল্য। কোরিয়ার পরিসংখ্যান তথ্যানুযায়ী, এটি আগের বছরের তুলনায় আগস্টে ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। জুলাইয়ে বেড়েছিল ২ দশমিক ৩ শতাংশ। তবে সবচেয়ে বেশি বেড়েছিল এপ্রিলে। চলতি বছরের এপ্রিলে গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে দাম।

জুনে মূল্যস্ফীতি ২ দশমিক ৭ শতাংশ ছিল। ২০২১ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ৩ শতাংশের নিচে নেমে এসেছে। খাদ্য ও জ্বালানি বাদে বার্ষিক প্রধান মূল্যস্ফীতি আগস্টে ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

পরিষেবার খাতেও বেড়েছে মূল্য। গত বছরের একই সময়ের তুলনায় আগস্টে মূল্য বেড়েছে ২১ দশমকি ১ শতাংশ। সম্প্রতি রাষ্ট্রচালিত কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন ক্ষতি পূরণের জন্য বিদ্যুৎ বিল বাড়িয়েছে, যার প্রভাব পড়েছে খাতটিতে। দক্ষিণ কোরিয়া তার জ্বালানি চাহিদার জন্য আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫