গ্রুপ স্টাডি

ক্যাম্পাসের বাসেই শিক্ষার্থীদের গ্রুপ স্টাডি

প্রকাশ: আগস্ট ০৭, ২০২৩

মিনহাজুল ইসলাম

বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীদের যাতায়াতের বাহন। তবে যাতায়াত ছাড়াও বাস যে পড়াশোনার একটি অনুষঙ্গ হয়ে উঠতে পারে সেটি হয়তো নিয়মিত নিজ চক্ষে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্রামে থাকা বাসগুলো হয়ে ওঠে গ্রুপ স্টাডির মঞ্চ। বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার, শান্ত চত্বর, কাঁঠালতলাসহ বিভিন্ন জায়গায় দেখা মেলে গ্রুপ স্টাডিরত শিক্ষার্থীদের। তবে সবচেয়ে দৃষ্টিনন্দন দৃশ্য হলো, ক্যাম্পাসে রাখা বাসগুলোয়ই গ্রুপ স্টাডি করছেন বেশির ভাগ শিক্ষার্থীরা। পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাসটি আকারে ছোট হওয়ায় পর্যাপ্ত বসা বা আড্ডা দেয়ার জায়গার অভাব। ফলে ক্যাম্পাস চলাকালীন  বিশ্রামরত বাসই হয়ে ওঠে শিক্ষার্থীদের গ্রুপ স্টাডির মূল স্থান। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য ব্যবহৃত বাসগুলোয় ঢুকলে প্রায়ই এমন দৃশ্য চোখে পড়ে। বিশ্ববিদ্যালয়ে রাখা বাসগুলোয় অনেক শিক্ষার্থী অবলীলায় আড্ডা দিলেও অনেকেই আবার এ জায়গাটিকেই বেছে নেন পড়াশোনার স্থান হিসেবে। 

বাসে গ্রুপ স্টাডিরত বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী রাপিয়া খান বলেন, ‘দিনের বেলা বাইরে রোদ থাকে, তাছাড়া শিক্ষার্থীর তুলনায় আমাদের বর্তমান ক্যাম্পাস বেশ ছোট। তাই গ্রুপ স্টাডির জন্য বাসেই বসি আমরা। গ্রুপ স্টাডি একটা পাঠকে আয়ত্ত করতে বেশ কার্যকরী ভূমিকা রাখে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী খায়রুল হাসান আকাশ বলেন, ‘ক্যাম্পাসে স্থানসংকুলান না হওয়ায় এবং লাইব্রেরিতে পর্যাপ্ত বসার স্থান না থাকায় প্রায়ই আমরা ক্যাম্পাসের বাসে কিংবা গাছতলায় বসে গ্রুপ স্টাডি করি।

এছাড়া দিনের বেলায় ক্লাস টাইমে গ্রুপ স্টাডির একটা উল্লেখযোগ্য জায়গা হলো বিভাগগুলোর সামনে খোলা জায়গা। এসব জায়গায় প্রায়ই দেখা মেলে গ্রুপ স্টাডিরত ছাত্র-ছাত্রীদের। গোল হয়ে বসে অধ্যয়ন করতে দেখা যায় তাদের। পড়াশোনার পাশাপাশি বন্ধুদের খুনসুটিতে মেতে ওঠার দৃশ্য যেন আরো প্রাণবন্ত করে তোলে গ্রুপ স্টাডিকে। 

বিকাল বেলায় শিক্ষার্থীদের গ্রুপ স্টাডি করতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার, কাঁঠালতলা, শান্ত চত্বর, মুক্তমঞ্চ, বিজ্ঞান অনুষদসহ বিভিন্ন জায়গায়। এছাড়া উন্মুক্ত পাঠাগার ও কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রতিদিনই ভিড় জমে অসংখ্য পড়ুয়াদের। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠমুখর দৃশ্যের অবতারণা ঘটে প্রতিটি সময়। 

গ্রুপ স্টাডি পড়াশোনায় বেশ প্রভাব ফেলে জানিয়ে একাধিক শিক্ষার্থী বলেন, ‘আমরা নিজেরা একাকী পড়লে অনেক জিনিস অনেক সময় বোধগম্য হয় না। কয়েকজন একসঙ্গে বসে পর্যালোচনার মাধ্যমে পড়লে একজন একটা বিষয় না বুঝলে, অন্য কারো থেকে বুঝে নেয়া যায়। অনেকটা পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে শিখতে পারি আমরা। বিভাগের পাশের খালি জায়গায় কিংবা বাসে বসে আমরা আমাদের রিভিশন বা গ্রুপ স্টাডি করি। একটা সময় কেরানীগঞ্জের ২০০ একরের বৃহদাকার ক্যাম্পাসে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্লাস করবে। তখন এসব থাকবে কেবলই স্মৃতি হয়ে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫