যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল সন্তান জন্মদান পরবর্তী বিষণ্নতার বড়ি

প্রকাশ: আগস্ট ০৫, ২০২৩

বণিক বার্তা অনলাইন

পোস্টপার্টাম ডিপ্রেশন বা সন্তান জন্মদান পরবর্তী বিষণ্নতা প্রতিরোধে প্রথম কোনো পিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসি।

দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, জুরজুভাই ব্র্যান্ডের এ পিল দৈনিক একটি হিসাবে দুই সপ্তাহ সেবনের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

সংক্ষেপে ‘পিপিডি’ নামে পরিচিত প্রসবোত্তর এই বিষণ্নতার চিকিৎসা হিসেবে এতদিন শুধু ইনজেকশন ব্যবহার হতো।

চলতি বছরের শেষের দিকে পিলটি বাজারে পাওয়া যাবে বলে আশাবাদী ওষুধ প্রস্তুতকারী সেজ থেরাপিউটিকস ও বায়োজেন। তবে এখনো দাম ঘোষণা করা হয়নি।

এফডিএর গবেষণা অনুসারে যুক্তরাষ্ট্রে প্রতি সাতজনের মধ্যে একজন নারী পিপিডির উপসর্গ অনুভব করেন। এ ধরনের বিষণ্নতার লক্ষণের মধ্যে দুঃখবোধ, শক্তি হ্রাস, আত্মহত্যার চিন্তা, আনন্দ অনুভব করার ক্ষমতা হ্রাস ও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দুর্বলতা অন্তর্ভুক্ত থাকতে পারে।

পিপিডি মা ও শিশুর বন্ধনকে ব্যাহত করতে পারে। যা সন্তানের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে।"

এফডিএর পক্ষ থেকে বলা হচ্ছে, মুখ খাওয়া বড়ি আবিষ্কৃত হওয়ায় অনেক নারীর জন্য উপকারী হবে। বিশেষ করে যাদের জীবন পিপিডির কারণে হুমকির মুখে পড়ে।

ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, বড়িটি সেবনের তিনদিনের মধ্যে হতাশার লক্ষণগুলো উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে সাহায্য করেছে। ডোজ শেষ হওয়ার চার সপ্তাহ পরও এর প্রভাব বজায় ছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫