সৌদি বাসস্থান ও শ্রম আইনে গ্রেফতার ১৩ হাজার ৯৩১

প্রকাশ: জুলাই ২৩, ২০২৩

বণিক বার্তা অনলাইন

বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন করায় সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার ৯৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়ে, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা গত ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ১৩ হাজার ৯৩১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের মধ্যে বাসস্থান আইন লঙ্ঘন করেছে সাত হাজার ৬৬৭ জন। সীমান্ত নিরাপত্তা ও শ্রম বিধি লঙ্ঘন করেছে যথাক্রমে চার হাজার ১০৮ ও দুই হাজার ১৫৬ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এর মধ্যে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশে চেষ্টাকালে ৮৭৪ জনকে আটক করা হয়। দেশ ছাড়ার চেষ্টাকালেও কয়েকজন আটক করা হয়।

দেশটির আইনে অবৈধ প্রবেশে সাহায্যের চেষ্টা করলে ১৫ বছরের জেল ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হয়।

বর্তমানে সৌদি আরবে ৩৭ হাজার ৩৬৩ জন বাসস্থান, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন সংক্রান্ত ব্যবস্থার আওতায় রয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫