সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি

প্রকাশ: জুলাই ২২, ২০২৩

পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিয়মিত ‘বইপড়া’ কর্মসূচিতে যুক্ত হলো সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের আটটি বিদ্যালয়। সম্প্রতি সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্র। এজন্য সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা। সিরাজগঞ্জ জেলার হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, গৌরী আরবান গার্লস হাইস্কুল এবং সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, অন্যদিকে টাঙ্গাইল জেলার মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মধুপুর শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এবং মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এ কর্মসূচিতে যোগ দিয়েছে। অন্যদিকে টাঙ্গাইলের অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলার মধুপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ। বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুনের সভাপতিত্বে দুটি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকাশের ইভিপি অ্যান্ড হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হুমায়ুন কবির।

অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণকৃত বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বই হস্তান্তর করেন অতিথিরা। এছাড়া শিক্ষার্থীদের জন্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন। বিজয়ী ৬০ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়। আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্যের এ কর্মসূচিতে যুক্ত রয়েছে বিকাশ। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫