গণযোগাযোগ ও সাংবাদিকতা

কোথায় পড়বেন গণযোগাযোগ ও সাংবাদিকতা?

প্রকাশ: জুন ১৯, ২০২৩

ফিচার প্রতিবেদক

দেশে ক্রমবর্ধমান চাহিদার বিবেচনায় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে গণযোগাযোগ সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠার পর থেকে গত অর্ধশতকেরও বেশি সময় ধরে বাংলাদেশের গণমাধ্যম সাংবাদিকতার শিক্ষায় নেতৃত্বদান করছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে।

বর্তমানে বাজারে চাহিদার কথা মাথায় রেখে বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিষয়ে ডিগ্রি দিয়ে থাকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি); ডিপার্টমেন্ট অব জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ডিপার্টমেন্ট অব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব); ডিপার্টমেন্ট অব জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ডিপার্টমেন্ট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ; কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা); ডিপার্টমেন্ট অব ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া, গ্রিন ইউনিভার্সিটি; ব্রডকাস্ট অ্যান্ড প্রিন্ট জার্নালিজম বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম; মিডিয়া অ্যান্ড জার্নালিজম বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি; মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; জার্নালিজম, কমিউনিকেশন অন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫