বিএনপিকে পরামর্শ কাদেরের

মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামান

প্রকাশ: জুন ১০, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিএনপির বিভিন্ন দাবির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম অবান্তর কথা বলে যাচ্ছেন। আমরা তো তাদের ডাকছি না, তত্ত্বাবধায়ক মানলেশেখ হাসিনা পদত্যাগ করলেপার্লামেন্ট বিলুপ্ত করলে তারা কার সঙ্গে বসবেসরকার পদত্যাগ করলে তারা বাতাসের সঙ্গে সংলাপ করবেদেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে তত্ত্বাবধায়ক সরকারশেখ হাসিনার পদত্যাগ ও পার্লামেন্টের বিলুপ্তি এই তিন দাবির ভূত নামাতে হবে।

আজ শনিবার (১০ জুন) রাজধানীর নিকুঞ্জ খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের। এ সময় তিনি জামায়াতের সমাবেশ নিয়ে বলেন, বিএনপি অগ্নিসন্ত্রাস করতেই জামায়াতকে মাঠে নামিয়েছে।

মার্কিন ভিসা নীতিকে আওয়ামী লীগ সরকার ভয় পায় না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। অপকর্ম করলে বিএনপিকে এর মূল্য দিতে হবে।

আন্দোলনের জন্য নেতা লাগে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির দুই নেতাই দণ্ডিত। এদের একজন হাসপাতালে, অন্যজন লন্ডনে পালিয়ে। প্রতিদিন টেমস নদীর ওপার থেকে অনলাইনে ফরমায়েশ পাঠাচ্ছে

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ভবিষ্যৎবাণী করছেন, আওয়ামী লীগ নাকি ১০ ভাগ ভোটও পাবে না। ২০০৮ এর নির্বাচনে তারা বলেছিল, আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। সে নির্বাচনে তারাই ৩০টি আসন পেয়েছে।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এতই যদি বুকে বল নির্বাচনে আসু, খেলা হবে। খেলার মাঠে না এসে ফাউল শুরু করেছেন আওয়ামী লীগ খেলার মতো খেলতে নামলে আপনাদের পালানোর পথ থাকবে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫