টার্কিশ লিরার ৭ শতাংশ পতন

প্রকাশ: জুন ০৯, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

ডলারের বিপরীতে টার্কিশ লিরার মানে বড় ধরনের পতন হয়েছে। গতকাল ডলারের বিপরীতে লিরার বিনিময় হার দাঁড়িয়েছিল ২৩ দশমিক ১৭। তুরস্কের প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার পর পরই বড় ধরনের ধাক্কার মুখোমুখি হলেন রিসেপ তাইয়েপ এরদোগান। খবর রয়টার্স।

গতকাল টার্কিশ লিরার পতন হয়েছে ৭ শতাংশ। ২০২১ সালে ঐতিহাসিক পতনের পর এটা লিরার সর্বোচ্চ পতন। ২৮ মে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার পর বড় আকারের চাপের মুখে পড়ে লিরা। স্থানীয় সময় সকাল ১০টা ২৩ মিনিটে তা ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন ২৩ দশমিক ১৭-তে পৌঁছায়। চলতি বছরে এ পর্যন্ত লিরার মান পতন হয়েছে ১৯ শতাংশেরও বেশি। বিশ্লেষকদের শঙ্কা সামনের দিনগুলোয় ডলারের বিপরীতে টার্কিশ লিরার বিনিময় হার ২৫-২৮-এ দাঁড়াবে। 

চলতি বছর বৈদেশিক মুদ্রা বাজার নিয়ন্ত্রণে কড়া অবস্থান নিতে দেখা যাচ্ছে কর্তৃপক্ষকে। লিরার মান স্থিতিশীল রাখতে শতকোটি ডলার রিজার্ভ মজুদ করা হয়। তবে গত মাসে নির্বাচনী ডামাডোলের মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পৌঁছায় ৪৪০ কোটি ডলারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫