প্রথম প্রান্তিকে ইউরো অঞ্চলে মন্দার ছায়া

প্রকাশ: জুন ০৯, ২০২৩

ইউরো অঞ্চলের অর্থনীতি চলতি বছরের প্রথম প্রান্তিকে কৌশলগত মন্দায় পড়েছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ইউরোস্ট্যাট জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে ২০ সদস্যবিশিষ্ট ইউরো অঞ্চলের অর্থনীতি শূন্য দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে। এর আগে গত ১৬ মে এক পূর্বাভাসে ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। ইউরো অঞ্চলের বৃহত্তম অর্থনীতি জার্মানির মন্দায় পড়া এতে অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করেছে। এছাড়া আয়ারল্যান্ডের অর্থনীতি সংকুচিত হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। এর আগে প্রাথমিক প্রাক্কলনে ২ দশমিক ৭ শতাংশ সংকোচনের পূর্বাভাস দেয়া হয়েছিল। রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫