ম্যাঙ্গো ট্রেনের যাত্রা শুরু

প্রকাশ: জুন ০৮, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

কম খরচে আম পরিবহনের জন্য গত তিন বছরের ধারাবাহিকতায় এবারও রেলওয়ে চালু করছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সোয়া ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে ফিতা কেটে, বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

এসময় মন্ত্রী বলেন, আমের দেশ চাঁপাইনবাবগঞ্জ। এখানকার  আম চাষি  ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে আম পরিবহনের জন্য ৪র্থ বারের মতো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা, যাতে কম খরচে আম পরিবহন করতে পারে সবাই।

মন্ত্রী রেলকে সাধারণের বাহন উল্লেখ করে  বলেন, অন্যান্য পরিবহনের ভাড়া বাড়লেও রেলের ভাড়া বাড়ানো হয়নি, রেল সাধারণ মানুষের বাহন।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন সংসদ সদস্য জিয়াউর রহমান, আব্দুল ওদুদ ও সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।

এসময় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদারসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টারর মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, রহনপুর রেলস্টেশনে বিকাল ৪টায় আম নেওয়ার পর, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে এসে আম নিয়ে সন্ধ্যা ৬টায় ঢাকার  উদ্দেশে ছেড়ে যাবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫