বিআইবিএমের বৈঠক

সন্দেহজনক লেনদেন নজরদারি করা সম্ভব

প্রকাশ: জুন ০৮, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

অ্যান্টি মানি লন্ডারিং সফটওয়্যার চালু করার মাধ্যমে ঝুঁকি নিরসন, গ্রাহকের কার্যক্রম মনিটরিং, সর্বোপরি সন্দেহজনক লেনদেন নজরদারি করা সম্ভব। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল বিআইবিএমের ‘বৈদেশিক লেনদেন এবং বৈদেশিক লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধে করেসপনডেন্ট ব্যাংকের ভূমিকা’ বিষয়ক গোলটেবিল বৈঠকে এ গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল। স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ও পরিচালক (গবেষণা, উন্নয়ন ও কনসালট্যান্সি) ড. আশরাফ আল মামুন। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের অধ্যাপক ড. শাহ্ মো. আহসান হাবীব। 

গবেষণা প্রবন্ধে ব্যাংকগুলোকে আরো অধিকতর নিরাপত্তার জন্য কমপ্লায়েন্সের শর্ত পরিপালনের ওপর জোর দেয়া হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫