বেদনা ও ভালোবাসার গল্প শোনাবেন গৌতম কৈরী

প্রকাশ: জুন ০৮, ২০২৩

ফিচার প্রতিবেদক

জীবনের নানা গল্প নিয়ে চলছে এ শহর। নগরের ইটপাথরে মিশে আছে কত বেদনা ও ভালোবাসার উষ্ণ গল্প। এ শহরের কিছু মানুষের জীবনের গল্প উঠে এসেছে গৌতম কৈরীর ওয়েব ফিল্মের মধ্য দিয়ে। ওয়েব ফিল্মটির নাম ‘আন্তঃনগর’। আজ রাত ৮টায় চরকিতে দেখা যাবে এটি। এক ঝাঁক তারকা অভিনয় করেছেন এ ওয়েব ফিল্মে। শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মণ্ডল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয় রাজ, নাফিস আহমেদসহ অনেককেই দেখা যাবে এতে। 

নির্মাণের পাশাপাশি আন্তঃনগরের গল্প লিখেছেন গৌতম কৈরী। কেমন ছিল এ অভিজ্ঞতা তা নিয়ে নির্মাতা বলেন, ‘আমার প্রথম সিনেমা আন্তঃনগর। মিশ্র এক অনুভূতির মধ্য দিয়েই যেতে হয়েছে আমাদের। আন্তঃনগরে সব অভিনয়শিল্পী নিজেদের সর্বোচ্চটুকু দিয়েই কাজটি করেছে। এখানে দুজন নতুন অভিনয়শিল্পীর সঙ্গে দর্শক পরিচিত হবে। তাদের ডেডিকেশন লেভেলের প্রশংসা করতেই হবে।’

সিনেমার গল্প নিয়ে জানতে চাইলে গৌতম কৈরী বলেন, ‘এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করাই তো আন্তঃনগর। আমরা প্রবেশ করেছি এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে। আন্তঃনগর অভিজ্ঞতা দর্শকদের নতুন কিছুর স্বাদ দেবে।’

বর্তমানে ওয়েব মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন শ্যামল মাওলা। একের পর এক ওয়েব কনটেন্টে নিজেকে নতুন করে তুলে ধরছেন তিনি। আন্তঃনগর ওয়েব ফিল্মে শ্যামল অভিনয় করেছেন একজন সিএনজিচালকের চরিত্রে। এ অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘এ চরিত্র একটু কঠিন ছিল আমার জন্য। কেননা প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে গিয়ে হাতে ফোসকা পরে গিয়েছিল, সেই সঙ্গে অভিনয়। সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। সহশিল্পী হিসেবে রুনা আপুর সঙ্গে কাজ করতে ভালো লাগে। এ সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ মৌলিক।’

রুনা খান বর্তমানে ওয়েব মাধ্যমেও বেশি সময় দিচ্ছেন। ওয়েব ফিল্মটিতে থাকছেন তিনি। এই প্রথমবারের মতো চরকির কোনো কাজে দেখা যাবে রুনা খানকে। আন্তঃনগর নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘সিনেমায় আমার সহশিল্পী ছিলেন শ্যামল ও জয় রাজদা। দুজনেই গুণী অভিনেতা। প্রতিটি সিনেমার পরিচালক নিজের মতো কর গল্প দেখানোর চেষ্টা করেন। সেদিক থেকে আন্তঃনগরের বলার ধরনটা ভিন্ন ছিল। আশা করছি, দর্শকরা এটা দারুণভাবে উপভোগ করতে পারবে।’

সিনেমা ও ওয়েব দুই মাধ্যমেই এখন সমানভাবে দেখা যায় সোহেল মণ্ডলকে। আসন্ন ওয়েব ফিল্মটি নিয়ে জানতে চাইলে সোহেল মণ্ডল বলেন, ‘গৌতম কৈরির সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় ছিল। পরিচালক হিসেবে তিনি বেশ বন্ধুসুলভ। পুরো টিম ছিল ক্রিয়েটিভ, তাই কাজের অভিজ্ঞতা দারুণ। শবনম ফারিয়া একজন ফুর্তিবাজ শিল্পী, তাই দারুণ কেটেছে কাজের সময়। এটা আমাদের চারপাশের মানুষের গল্প। প্রেম, দ্রোহ, থ্রিল এসব বিষয়ও আছে। দারুণ একটি গল্প এটি, তবে দর্শকরা কীভাবে নেয় সেটা হলো বিষয়।’

অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, ‘এ সিনেমায় যারা আছেন, সবার সঙ্গেই আগে কাজের অভিজ্ঞতা ছিল। রুনা আপার সঙ্গে সিরিয়ালে দীর্ঘ সময় কাজ করেছি। শ্যামল দা, সোহেল ভাই পছন্দের মানুষ। তাই তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো।’

ওয়েব ফিল্মটির গল্প নিয়ে ফারিয়া বলেন, ‘এ সিনেমার গল্প নারীদের জীবনযুদ্ধ নিয়ে। এটা আমাদের খুব কাছের গল্প। কাজটা নিয়ে আমার অনেক প্রত্যাশা। চরকি ভিন্ন ধরনের ভালো গল্প বলে। সেদিক থেকে এ গল্প নিয়ে প্রত্যাশা অনেক বেশি৷’

চলতি বছরের শুরুতে শুটিং হয় আন্তঃনগরের। গৌরীপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হয়েছে ওয়েব ফিল্মটির। এর সিনেমাটোগ্রাফি করেছেন রফিকুল ইসলাম, কালার ও এডিট করেছেন এইচএম সোহেল। আর মিউজিক করেছেন জাহিদ নিরব, সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার। ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই নেটিজেনদের নজরে আসে ওয়েব ফিল্মটি। অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন এটি নিয়ে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫