আল ইত্তিহাদে বছরে ২০ কোটি ইউরো পাবেন বেনজেমা!

প্রকাশ: জুন ০৭, ২০২৩

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদে ১৪ বছরের পাঠ চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে নাম লিখিয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। নতুন ক্লাবে ঈর্ষণীয় পারিশ্রমিক পাবেন তিনি। বছরে প্রায় ২০ কোটি ইউরো জমা হবে তার ব্যাংক হিসাবে, যা তাকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলারের সম্মান এনে দিচ্ছে।

রিয়াল মাদ্রিদে বছরে ২৮ মিলিয়ন ইউরো পেতেন বেনজেমা। সেটা এখন পৌঁছে গেছে ২০০ মিলিয়ন ইউরোয়। চুক্তিটা আপাতত দুই বছরের, যা আরো এক বছর বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে চুক্তি সাক্ষরের পর আল ইত্তিহাদ টুইট করে জানায় ‘‌‘‌বেনজেমা এখানে; নতুন বাঘ গর্জন করবে; ইত্তিহাদে স্বাগত!’’  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫