করহার কমানোসহ ৬ প্রস্তাব পুনর্বিবেচনার দাবি ডিএসইর

প্রকাশ: জুন ০৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারকে প্রাণবন্ত ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট (মূল্য সংযোজন কর) হার কমানোসহ ছয়টি প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। প্রস্তাবগুলো এরই মধ্যে পুনর্বিবেচনার জন্য অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পরিকল্পনামন্ত্রী, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়ে জানানো হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক হাফিজ মোহাম্মদ হাসান বাবু এ কথা জানিয়েছেন।

লিখিত বক্তব্যে অধ্যাপক হাফিজ মোহাম্মদ হাসান বলেন, ‘বর্তমানে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির ভ্যাটের হার ১৫ শতাংশ। তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করছি। পাশাপাশি একটি কার্যকরী বন্ড বাজার গঠনে সব ধরনের বন্ডের সুদ আয়ের উপর কর অব্যাহতির প্রস্তাব করেছেন তিনি।’

ডিএসই চেয়ারম্যান বলেন, ‘কোম্পানিগুলো কর-পরবর্তী মুনাফা থেকে লভ্যাংশ দিচ্ছে। প্রকৃতপক্ষে, লভ্যাংশের ওপর কর এক ধরনের দ্বিতীয় ও তৃতীয় স্তরের করারোপণ। লভ্যাংশের ওপর উৎসে কর চূড়ান্ত কর হিসেবে বিবেচিত হলে বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হবেন। এছাড়া তালিকাভুক্ত কোম্পানি এবং অতালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহারের পার্থক্য ১০ শতাংশ করার প্রস্তাব করছি।’

তিনি বলেন, ‘ডিএসইর ট্রেকহোল্ডারদের (ব্রোকারেজ হাউজের মালিক) লেনদেনের ওপর উৎসে কর শূন্য দশমিক শূন্য ৫ থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য ১৫ শতাংশ করার প্রস্তাব করছি। এছাড়া তালিকাভুক্ত এসএমই কোম্পানিগুলোকে হ্রাসকৃত হারে করছাড়ের অনুমতি দেয়ার প্রস্তাব করছি।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫