বোয়িং থেকে ১৫০টি উড়োজাহাজ কিনছে রিয়াদ এয়ার

প্রকাশ: জুন ০৭, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি ৭৩৭ ম্যাক্স কিনতে যাচ্ছে রিয়াদ এয়ার। সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত বিনিয়োগ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) অধীনে রিয়াদভিত্তিক নতুন বিমান পরিবহন সংস্থাটি ৩০০-৪০০টি সিঙ্গেল আসনবিশিষ্ট জেট কেনার কথা ভাবছে। খবর রয়টার্স।

মূলত এ ধরনের উড়োজাহাজের সঙ্গে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা অভ্যস্ত। এক সাইডে সিট বিশিষ্ট জেট বিমান সাধারণত স্বল্প দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইট ও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় ব্যবহার হয়। ধারণা করা হচ্ছে, এয়ারবাসও কিছু ক্রয়াদেশ পেতে পারে। রয়টার্সের পক্ষ থেকে বোয়িং, রিয়াদ এয়ার ও পিআইএফের সঙ্গে যোগাযোগ করা হলেও কারো কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বোয়িং এরই মধ্যে সৌদি আরবের রাষ্ট্রমালিকানাধীন সৌদিয়া ও রিয়াদ এয়ারের জন্য মোট ৭৮ ইউনিট বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের বিক্রয় আদেশ পেয়েছিল। অর্থমূল্যের হিসাবে উড়োজাহাজ নির্মাতাদের ইতিহাসে সেটি ছিল পঞ্চম বৃহত্তম বাণিজ্যিক বিক্রয় আদেশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫