দেশে এল ১২৮৮ টন পেঁয়াজ

প্রকাশ: জুন ০৬, ২০২৩

বণিক বার্তা অনলাইন

দুই দিনে ৪ লাখ ৩৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। এর মধ্যেই দেশে এসেছে ১ হাজার ২৮৮ টন পেঁয়াজ। কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  গতকাল এখন পর্যন্ত ১ হাজার ২৮৮ টন আমদানিকৃত পেঁয়াজ দেশে এসেছে। আর আজ পর্যন্ত দুই দিনে ৪ লাখ ৩৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে। 

এদিকে, সরকার ভারতীয় পেঁয়াজ আমদানির ঘোষণা দেয়ার এক দিনের মধ্যে কমতে শুরু করেছে পণ্যটির দাম। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে মাত্র এক দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিপ্রতি কমেছে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫