আওয়ামী লীগের সংঘর্ষে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশ: জুন ০৬, ২০২৩

বণিক বার্তা অনলাইন

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুনরায় যান চলাচল চালু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়।

স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হকের অনুসারী ও চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের জেরে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় আহত হয়েছেন ২৫ জন। মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘চৌদ্দগ্রাম বাজারে যানজট ছিল। এখন স্বাভাবিক হচ্ছে। আমরা কাজ করছি।’

স্থানীয় একাধিক সূত্র জানায়, সংসদ সদস্য মুজিবুল হক বঙ্গবন্ধু স্কয়ারে গণজমায়াতের আয়োজন করেন। একই দিনে চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানও উপজেলায় শোভাযাত্রার আয়োজন করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

একপর্যায়ে সকাল ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ভাংচুর করা হয় গণজমায়াতের মঞ্চ ও বেশকিছু যানবাহন। আগুন দেয়া হয় একাধিক মোটরসাইকেলে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫