ওড়িশায় আবার ট্রেন দুর্ঘটনা

প্রকাশ: জুন ০৬, ২০২৩

বণিক বার্তা অনলাইন

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৭৫ জনের প্রাণহানির পর ভারতের ওড়িশা রাজ্যে ঘটল আরো একটি ট্রেন দুর্ঘটনা। রাজ্যের বারগড় এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের কথা জানায়নি তারা। 

ইকোনোমিক টাইমসের খবর অনুযায়ী, ট্রেনটির কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ব্যক্তিমালিকানায় তৈরি ওই রেললাইনটি মূলত একটি খনি থেকে চুনাপাথর পরিবহনের কাজে ব্যবহৃত হতো। 

এর আগে গত শুক্রবার বালাসোরের বাহানাগায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ২৭৫ জনের প্রাণহানির পাশাপাশি কয়েকশ মানুষ আহত হয়। ওই দুর্ঘটনাস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরে ঘটে সোমবারের দুর্ঘটনা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫