চিনি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ইন্দোনেশিয়ার

প্রকাশ: জুন ০৬, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর চিনি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে ইন্দোনেশিয়া। উদ্দেশ্য স্থানীয় বাজারে পণ্যটির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা। এ লক্ষ্যে রফতানিও গত বছরের চেয়ে সীমিত রাখা হবে। চাহিদা মেটাতে আমদানিও করা হবে। খবর বিজনেস রেকর্ডার।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল ফুড এজেন্সি বাপানাস এক বিবৃতিতে জানায়, এ বছর দেশটির ২৬ লাখ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। গত বছর উৎপাদনের পরিমাণ ছিল ২৪ লাখ টন। অর্থাৎ এ বছর উৎপাদন দুই লাখ টন বাড়বে। বছরে ব্যবহারের পরিমাণ দাঁড়াবে ৩৪ লাখ টনে।

বাপানাসের শীর্ষ কর্মকর্তারা বলেন, ‘‌গত বছর ১০ লাখ টনেরও বেশি চিনি রফতানি করা হয়েছিল। এ বছর তা ১০ লাখ টনের নিচে নামিয়ে আনা হবে। ইন্দোনেশিয়া ৯ লাখ ৯১ হাজার টন চিনি আমদানির পরিকল্পনা করছে, যা গৃহস্থালিতে ব্যবহার হবে। শিল্প খাতে ব্যবহারের জন্য আমদানি করা হবে ৩৬ লাখ টন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫