জার্মানির রফতানি ঘুরে দাঁড়িয়েছে

প্রকাশ: জুন ০৬, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের এপ্রিলে জার্মানির রফতানিতে চাঙ্গাভাব দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের চাহিদায় ভর করে ঘুরে দাঁড়িয়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতির রফতানি। মন্দাপ্রায় পরিস্থিতি থেকে সহসাই পুরোপুরি পুনরুদ্ধারের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। খবর দ্য টেলিগ্রাফ।

জার্মানির পরিসংখ্যান সংস্থা ডেস্ট্যাটিস বলছে, গত এপ্রিলে ১৩ হাজার ৪০ কোটি ইউরোর পণ্য রফতানি করেছে জার্মানি। পূর্ববর্তী মাসের তুলনায় যা ১ দশমিক ২ শতাংশ বেড়েছে।

গত মার্চে জার্মানির রফতানি ৬ শতাংশ কমেছিল। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে জার্মানির রফতানি ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। অন্য প্রধান গন্তব্য চীনে রফতানি বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় রফতানি ৪ শতাংশেরও বেশি বেড়েছে।

এপ্রিলে জার্মানির আমদানি ১ দশমিক ৭ শতাংশ কমে ১১ হাজার ২০০ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। এতে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ হাজার ৮৪০ কোটি ইউরো।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫