৭২ বার পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ

প্রকাশ: জুন ০৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বহুল আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মামলাতদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনে আদালতে জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের জন্য আরো সময় চেয়ে আজ সোমবার (৫ জুন) আবেদেন করলে প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করেন আদালত। এ নিয়ে ৭২ বারের মতো প্রতিবেদন জমার তারিখ পেছানো হলো।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বণিক বার্তাকে বলেন, ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

দফায় দফায় সময় নিয়ে তদন্ত প্রতিবেদন দিতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়েছিল। দেশের অভ্যন্তরেরই কোনো একটি চক্রের সহায়তায় এ অর্থ পাচার হয়েছে বলে তখন ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। পরে ওই বছরের ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদাঅর্থপাচার প্রতিরোধ আইনের ওই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। মামলাটি তদন্ত করছে সিআইডি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫