যুক্তরাষ্ট্রে বাংলাদেশী রেস্টুরেন্টে বন্দুক হামলা, আহত ১

প্রকাশ: জুন ০৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈশাখী নামের একটি বাংলাদেশী রেস্টুরেন্টে বন্দুক হামলায় একজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শনিবার (৩ জুন) রেস্টুরেন্টটিতে অস্ত্র নিয়ে হামলা চালান এক ব্যক্তি।

ডেইলি মেইলে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখ ও মাথা ঢাকা এক বন্দুকধারী রেস্টুরেন্টের একজন কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। লক্ষ্য ব্যর্থ হলে ওই কর্মীকে ধাওয়া করে ক্যাশ কাউন্টারের ভেতরে ঢুকে পড়েন বন্দুকধারী। কাউন্টারের পেছনে গিয়ে তাকে লক্ষ্য করে আবার গুলি চালান হামলাকারী।

হামলার সময় রেস্টুরেন্টে লোকজন ছিল। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, সেখানে শিশু ও নারীও ছিল।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। গুলিবিদ্ধ ৩৫ বছর বয়সী যুবককে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দারা। তবে হামলাকারীকে এখনো আটক করতে পারেনি পুলিশ। হামলাকারী গুলিবিদ্ধ ব্যক্তির পূর্বপরিচিত বলে জানিয়েছে ডেইলি মেইল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫