লিস্টেড ও নন-লিস্টেড কোম্পানির কর ব্যবধান বাড়ানো উচিত -পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: জুন ০৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

দেশের তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট করহারে ব্যবধান বাড়ানো উচিত বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে দ্বৈত কর প্রত্যাহার ও সব ধরনের বন্ড মার্কেটকে পুরোপুরি করমুক্ত করার পক্ষে। এ বিষয়গুলো বাজেটে বিবেচনা করার জন্য তিনি প্রস্তাব রাখবেন বলে জানান। গতকাল বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) যৌথ উদ্যোগে আয়োজিত এক বাজেট-পরবর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘‌আগামী বাজেটে পুঁজিবাজার কিছুই পায়নি, এ কথা আসলে সঠিক নয়। আমরা অর্থনীতির উন্নয়নের পথে রয়েছি। এখনো পুঁজিবাজারকে হয়তো তেমন গুরুত্ব দেয়া হয় না। কিন্তু আস্তে আস্তে এর গুরুত্ব বাড়বে।’

বিএমবিএর প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেন, ‘‌বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিও এগিয়ে যাচ্ছে। তবে কেবল ব্যাংকনির্ভরতা নিয়ে অর্থনীতি পুরোপুরি স্বাবলম্বী হওয়া সম্ভব না। পুঁজিবাজারই হওয়া উচিত দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র। আমরা আগামী বাজেটে বেশ কিছু প্রস্তাব করেছিলাম। এর মধ্যে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে করপোরেট করহারের ব্যবধান বাড়ানোর কথা বলেছিলাম। এটা করলে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহী হবে।’

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও বলেন, ‘‌দেশের সব ছোট ছোট বিনিয়োগকে একটি ফ্রেমে আনতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় প্লাটফর্ম হতে পারে পুঁজিবাজার। এমন একটি পরিস্থিতিতে আগামী বাজেটের জন্য আমরা নতুন কিছুই পেলাম না। এটা খুবই হতাশাজনক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫