ঝিনাইদহে কৃষকের পাট খেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রকাশ: জুন ০৪, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে নজিম উদ্দিন নামে এক কৃষকের পাঁচ বিঘা জমির পাট গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের খালের ধারের মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক একই গ্রামের জোয়াদ আলীর ছেলে।

কৃষক নজিম উদ্দিন জানান, তিনি এবার ১২ বিঘা জমিতে পাট চাষ করেছেন। এর মধ্যে ওই মাঠে ছিল পাঁচ বিঘা। এরই মধ্যে পাট গাছগুলো বড় হয়েছে। রাতের কোনো একসময় কে বা কারা তার পুরো পাঁচ বিঘা জমির পাট গাছের মাথা কেটে দিয়েছে। এতে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, পাঁচ মাস আগে তার প্রায় ৩০ হাজার আঁটি বিচালি, ধান ও পাটকাঠির পালাও পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।

রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন বলেন, ‘এমন ঘটনা খুবই দুঃখজনক। এর আগেও ওই কৃষকের অনেক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। সেসব ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।’

হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ বলেন, ‘সরজমিনে ওই গ্রামের মাঠে পুলিশ পাঠিয়ে পাট গাছ কেটে দেয়ার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫