সাতক্ষীরায় অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

প্রকাশ: জুন ০৪, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় অপহরণের এক মাস পর দশম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ঢাকার যাত্রাবাড়ী থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী মুন্নাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার  (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল সকাল ৮টার দিকে নিজ বাড়ি সাতক্ষীরা শহরের সংগ্রাম হাসপাতালের সামনে থেকে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে কোচিংয়ে যাওয়ার পথে মুখে রুমাল দিয়ে চেতনানাশক প্রয়োগে কয়েকজনের সহায়তায় অপহরণ করা হয়। তাকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় নিয়ে একটি পরিত্যক্ত ঘরে এক মাস আটকে রেখে শারীরিক নির্যাতন করে অপহরণকারী। পরে লুকিয়ে ওই ছাত্রী অপহরণকারীর সেলফোন থেকে বাড়িতে কল দিয়ে অপহরণের ঘটনা জানালে তার মা সাতক্ষীরা সদর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী মুন্নাকে গ্রেফতার করে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫