বাজেটে ডিএসইর প্রস্তাব পুনর্বিবেচনার দাবি

প্রকাশ: জুন ০৪, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। তবে পুঁজিবাজারকে প্রাণবন্ত ও বিনিয়োগবান্ধব করার লক্ষ্যে ডিএসই থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে জমা দেয়া প্রস্তাবগুলোকে পুনরায় বিবেচনার দাবি জানিয়েছেন তিনি। 

এনবিআরের মাধ্যমে আগামী অর্থবছরের বাজেটে প্রণোদনাস্বরূপ বেশকিছু প্রস্তাব করেছিল ডিএসইসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা প্রস্তাবিত বাজেটে এ সংশ্লিষ্ট নতুন কিছুই জানানো হয়নি। এমন পরিস্থিতিতে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসইর পক্ষ থেকে আগামী অর্থবছরের বাজেটে প্রস্তাবিত প্রণোদনাগুলো পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।

ডিএসইর প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সব ধরনের বন্ড থেকে সুদ আয়ের ওপর কর অব্যাহতি দেয়া, লভ্যাংশ আয়ের ওপর উৎসে কর সম্পূর্ণ এবং চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা, স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডারদের উৎসে কর কমানো এবং এক্সচেঞ্জের এসএমই বোর্ডের অধীনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে রেয়াতযোগ্য হারে কর আরোপ করা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫