২০ বছর পর আমেরিকায় ফক্সওয়াগনের বাস

প্রকাশ: জুন ০৪, ২০২৩

বণিক বার্তা ডেস্ক

২০২৪ সালে আমেরিকার বাজারে ব্যাটারিচালিত ভিডব্লিউ বাস আনছে ফক্সওয়াগন। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক বন্ধ থাকার পর নতুন করে উত্তর আমেরিকার বাজারে ফিরবে বাহনটি। পুরোদমে বিদ্যুচ্চালিত গাড়ি আইডি বাজটির আগের তুলনায় লম্বা সংস্করণও আনা হবে।  খবর রয়টার্স।

এর সিট ধারণক্ষমতা থাকবে সর্বোচ্চ সাতজন পর্যন্ত। ব্যাটারি সক্ষমতা বাড়ানো হচ্ছে ৮৫ কিলোওয়াট-ঘণ্টা পর্যন্ত। কোম্পানি প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ২০ বছর আগে যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে তুলে নেয়া হয়েছিল ফক্সওয়াগনের মাইক্রোবাস। কিন্তু এখন পর্যন্ত নিউইয়র্ক ও সানফ্রান্সিসকোতে জনপ্রিয়তা ধরে রেখেছে সমানভাবে। এজন্যই বাসটিকে ফিরিয়ে আনা হচ্ছে। উল্লেখ্য, উত্তর আমেরিকার বাজারে সরবরাহ করা সব আইডি বাজ গাড়িই মূলত নির্মিত হয় জার্মানির হ্যানোভারে অবস্থিত ফক্সওয়াগনের কারখানায়। ব্যাটারিচালিত গাড়িগুলোর জন্য থাকবে খুব সহজ চার্জিং সুবিধা। নিকটবর্তী স্টেশন থেকে ২৫ মিনিটে ১০-৮০ শতাংশ পর্যন্ত চার্জ করে নেয়া যাবে গাড়িকে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫