দর্শককে বিরক্ত করতে চান না নোরা

প্রকাশ: জুন ০৩, ২০২৩

ফিচার ডেস্ক

নোরা ফাতেহি বর্তমান বলিউডের অন্যতম সেরা নাচিয়ে। সিনেমার বাইরেও নানা অনুষ্ঠানে নাচেন তিনি। কিন্তু নাচে খুব বেশি আগ্রহী নন। তবু প্রযোজক ও পরিচালকদের অনুরোধে তাকে নাচতে হয়। নোরা জানিয়েছেন, প্রয়োজকদের কাছ থেকে ‘‌প্যানিক কল’ পান। তারা নোরাকে জানান, সিনেমাটির অবস্থা খুব একটা ভালো না। এটাকে বাঁচানোর জন্য একটা আইটেম সং দরকার। কিন্তু সব সিনেমার জন্য নোরা ‘‌হ্যাঁ’ বলেন না। কারণ তিনি নিজেকে কেবল আইটেম সং কিংবা নাচের মধ্যে আটকে রাখতে চান না। অন্যান্য চরিত্রেও অভিনয় করতে চান। কিন্তু এরই মধ্যে নাচিয়ে হিসেবে পরিচিত হওয়ার কারণে অনুরোধ আসা কমে না।

বিবিসি এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে নোরা জানান, তার সঙ্গে কাজ করা সবসময় সহজ নয়। কারণ তিনি মান মেনে কাজ করতে চান। নোরা বলেন, ‘‌কাজের ক্ষেত্রে অনেক সময় আমি খুব কঠিন মানুষ। আমাকে সহজে মানানো যাবে না, কেননা আমি সেরা কাজটা করতে চাই। আমাকে একটা সময় অনেক কিছু ছাড়তে হয়েছিল।’

প্রযোজকরা যখন তাকে সিনেমায় চান, তখন নোরার কেমন লাগে প্রশ্ন করলে নোরা বলেন, ‘‌আমি জানি না আসলেই আমাকে কারো প্রয়োজন কিনা। কিন্তু এ ধরনের ডাক এলে নিজেকে অনেক শক্তিশালী মনে হয়। তবে হ্যাঁ, আমি যদি তাদের কথা দিই তাহলে পুরোটা দিয়েই কাজ করি। সময় দিই। কাজটা নিয়ে অনুশীলন করি। প্রতিটা ডিটেইল যেন ঠিকভাবে করতে পারি তা নিশ্চিত করি।’

নোরা ফাতেহি তার এ সাক্ষাৎকারে শিল্পীর সততা নিয়েও কথা বলেছেন। অনেকেই সুযোগ বুঝে অল্প কাজ করে চলে যায়। এ নিয়ে তিনি বলেন, ‘‌আমাকে কারো প্রয়োজন, সেটা বুঝে একটা দুটো স্টেপ দিয়ে চলে যাই না। এটা যথেষ্ট মনে করি না আমি। যদি কাজ করি তাহলে পুরোটাই করব।’ নোরা ফাতেহি কতটা ভালো অভিনয় করেন, তা নিয়ে তর্ক হতে পারে। তবে তিনি দারুণ নাচেন, এতে কারো সন্দেহ নেই। নাচের কারণে ফিফা বিশ্বকাপের গানেও যুক্ত হয়েছিলেন তিনি। এ বছরও বহু গানের জন্য তাকে প্রস্তাব করা হয়েছে। নোরা বলেন, ‘‌এ বছর আমাকে অন্তত ১০টি গানের জন্য এখন পর্যন্ত ডাকা হয়েছে। আমি মাত্র দুই তিনটির জন্যই রাজি হয়েছি। এত কাজ করার প্রয়োজন নেই। আমি দর্শককে বিরক্ত করতে চাই না।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫