আলিয়ঁস ফ্রঁসেজে নাহিদ নিয়াজীর একক শিল্পকর্ম প্রদর্শনী

প্রকাশ: জুন ০২, ২০২৩

ফিচার প্রতিবেদক

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে শুরু হচ্ছে শিল্পী সরকার নাহিদ নিয়াজীর একক শিল্পকর্ম প্রদর্শনী।ম্যানিফেস্টেশন শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন আজ সন্ধ্যা ৬টায়। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিশির ভট্টাচার্য। আরো উপস্থিত থাকবেন সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানি।

সরকার নাহিদ নিয়াজী শিল্পকর্ম প্রদর্শনীটি নিয়ে জানান, তিনি নিজের কাজের মাধ্যমে আমাদের চারপাশের ঘুণে ধরা, পুরনো, জীর্ণ জং ধরা ব্যবস্থাকে নতুন আঙ্গিকে রূপ দেয়ার চেষ্টা করেন। নান্দনিকতার ছোঁয়ায় শিল্পী নতুন রূপে তুলে আনেন পুরনোকে। কাঠের মতো কঠিন রসহীন জিনিসকে রঙ তুলির ছোঁয়ায় তিনি প্রাণসম্পন্ন আকর্ষণীয় বিষয়ে পরিণত করেন। শিল্পী তার কাজের মাধ্যমে নতুন সুন্দরকে উপস্থাপন করতে পছন্দ করেন বলে জানান। তিনি বলেন, ‘আমি তৈরি বস্তুকে রঙ রূপের মধ্যে রেখে শিল্পের সীমারেখা নির্ধারণ করার চেষ্টা করি। একজন শিল্পীর কাজের দিকে চোখ রেখে অনুধাবন করা যায়, তার তৈরি ফর্মগুলো একই সঙ্গে রেটোরিকাল বাস্তব। এদের তৈরি করা হয়েছে সম্পর্ক তৈরির জন্য। প্রদর্শনীতে নাহিদের ২৫টি শিল্পকর্ম রয়েছে। সাম্প্রতিক সময়ে করা কাজগুলো ক্যানভাস, কাঠ কার্টনের ওপর অ্যাক্রেলিক মাধ্যমে অংকন করা। বিভিন্ন রঙের ব্যবহার প্রদর্শনীকে আরো আকর্ষণীয় করেছে। নাহিদ নিয়াজীর ষষ্ঠ একক শিল্পকর্ম প্রদর্শনী। এর আগে দেশ-বিদেশে তিনি আরো পাঁচটি একক প্রদর্শনী এবং প্রায় ২০টি দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। প্রদর্শনীটি চলবে ১৩ জুন ২০২৩ পর্যন্ত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫