পিএসজি ছাড়ছেন মেসি

প্রকাশ: জুন ০১, ২০২৩

ক্রীড়া ডেস্ক

বিষয়টি এতদিন গুঞ্জনের পর্যায়ে ছিল। আজ আনুষ্ঠানিকভাবে জানা গেল, এই গ্রীষ্মেই প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ছেন লিওনেল মেসি। আজ পিএসজি কোচ ক্রিস্টোফ গালতিয়ার নিজেই জানিয়েছেন, শনিবার ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন ফরওয়ার্ড।

 

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে গালতিয়ার বলেন, ‘‌ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হতে পারাটা ছিল বিরাট সৌভাগ্যের। পার্ক দেস প্রিন্সেসে (পিএসজির হোম ভেন্যু) এটা হবে তার শেষ ম্যাচ। আমি আশা করব তাকে সে উষ্ণ অভিনন্দন জানানো হবে।’

 

তিনি আরো বলেন, ‘‌এ বছর দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিল মেসি। আমি মনে করি না, কোনো মন্তব্য কিংবা সমালোচনা সঠিকভাবে করা হয়েছে। সে সব সময়ই দলের জন্য খেলেছে। মৌসুমজুড়ে তার সঙ্গে থাকাটা আমার জন্য দারুণ এক সুখকর অভিজ্ঞতা।’

 

সবাই আশা করেছিল, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে মেসির শেষ ম্যাচ। তবে সেটি হতে চলেছে ক্লারমন্ট ফুটের বিপক্ষে লিগ ম্যাচ, এমনকি এরই মধ্যে লিগ শিরোপাও জিতে নিয়েছে পিএসজি। কাজেই এই ম্যাচও গুরুত্বহীন। নিশ্চিতভাবেই এভাবে বিদায় চাননি মেসি কিংবা পিএসজি সমর্থকরা।

 

২০২১ সালে বার্সেলোনা থেকে দুই বছরের চুক্তিতে পিএসজিতে নাম লেখান মেসি। এই অধ্যায়টা তার মোটেও ভালো কাটেনি। এ মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় করেছেন ২১ গোল, অ্যাসিস্ট ছিল ২০টি। সব মিলে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে ৭৪ ম্যাচে করেছেন ৩২ গোল। উভয় মৌসুমেই ফ্রেঞ্চ লিগ শিরোপা জিতেছেন তিনি। যদিও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ পাননি এই ক্লাবটির হয়ে। ২০২০ সালে ফাইনাল ও ২০২১ সালে সেমিফাইনাল খেললেও মেসিকে নিয়ে দুবার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পিএসজি।

 

গুঞ্জন রয়েছে, সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন মেসি। ক্লাবটি তাকে বছরে ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। বিবিসি

 

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫