বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

প্রকাশ: জুন ০১, ২০২৩

যুক্তরাষ্ট্রের বিজনেস সাময়িকী ফোর্বসের জরিপে ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে দামি ক্লাব স্পেনের রিয়াল মাদ্রিদ। ইংল্যান্ডে এক নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।

রিয়াল মাদ্রিদের মূল্যমান ৬০৭ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ হাজার ৩৭ কোটি টাকা), আর ম্যানইউর মূল্যমান ৬০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার ২৮৭ কোটি টাকা)। এই প্রথম দুটি ক্লাব ৬০০ কোটি ডলারের সীমা অতিক্রম করল। আরেক স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ৫৫১ কোটি ডলার নিয়ে তালিকার তিনে অবস্থান করছে।

এরপরে লিভারপুল (৫২৯ কোটি ডলার), ম্যানচেস্টার সিটি (৪৯৯ কোটি ডলার), বায়ার্ন মিউনিখ (৪৮৬ কোটি ডলার), প্যারিস সেন্ট জার্মেই (৪২১ কোটি ডলার), চেলসি (৩১০ কোটি ডলার), টটেনহাম (২২৮ কোটি ডলার) ও আর্সেনাল (২২৬ কোটি ডলার)।

অর্থ্যাৎ শীর্ষ দামি ১০টি ক্লাবের মধ্যে ছয়টিই ইংল্যান্ডের। এছাড়া শীর্ষ ৩০-এর মধ্যে রয়েছে ওয়েস্ট হ্যাম, ক্রিস্টাল প্যালেস, নিউক্যাসেল, লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা ও এভারটন। সৌদি মালিকানায় যাওয়ার পর ও আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বলে নিউক্যাসেলের মূল্যমান ৫১ শতাংশ বেড়েছে।   

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫