‘‌ইছামতি থেকে ইস্ট রিভার’

নিউইয়র্কের বাঙালিদের যাপিত জীবনের গল্প

প্রকাশ: মে ৩১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক মাহমুদ রেজা চৌধুরীর লেখা ‘‌ইছামতি থেকে ইস্ট রিভার’ বইটি প্রকাশ করেছে এনআরবি স্কলার্স পাবলিশার্স। নিউইয়র্ক নগরে বসবাসরত বাঙালিদের যাপিত জীবন, অভিজ্ঞতা ও অনুভূতি ১৯১ পৃষ্ঠার বইটিতে স্থান পেয়েছে। দুই দেশের দুই নদীতীরে গড়ে ওঠা সংস্কৃতি ও সভ্যতার আলোকে জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি, সন্তোষ-অসন্তোষ নিয়ে পথচলা অন্তহীন পথিকের জীবন ভাষ্য ‘‌‌ইছামতি থেকে ইস্ট রিভার’।

গতকাল ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্ল রুমে নিউইয়র্ক প্রবাসী এ লেখকের বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচক ছিলেন কবি কামাল চৌধুরী, অধ্যাপক ড. মাহবুবুর রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সচিব মোকাম্মেল হক। সঞ্চালনা করেছেন এমই চৌধুরী শামীম।

এ অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন স্কলার্স বাংলা সোসাইটির পাবলিশার্স এমই চৌধুরী শামীম। তিনি বলেন, ‘‌এনআরবি স্কলার্স পাবলিশার্স ১৮ বছর পার করতে যাচ্ছে। প্রকাশনীটি নিয়মিত প্রবাসী বাঙালি লেখকদের বই প্রকাশ করে আসছে। তারই ধারাবাহিকতায় মাহবুব রেজা চৌধুরীর লেখা বই ইছামতি থেকে ইস্ট রিভার প্রকাশিত হলো।’

অনুষ্ঠানে মাহমুদ রেজা চৌধুরী বলেন, ‘‌এ বইয়ের গল্পগুলো আমার পাশে থাকা মানুষ নিয়ে। আমি দেখেছি নিউইয়র্কে যে প্রবাসী বাঙালি রয়েছে তারা সুখের মাঝেও দুঃখে। আমার দুর্বলতা মানুষের আবেগ আমাকে টানে। আমি সে দুর্বলতা নিয়েই বইটা লিখেছি। নিউইয়র্কের বাঙালিদের যে যাপিত জীবন আমি দেখেছি যেটা ইছামতি থেকে ইস্ট রিভার বইয়ে আছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫