খাগড়াছড়িতে পুড়েছে সোয়া কোটি টাকার ঝাড়ু ফুল

প্রকাশ: মে ৩১, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আগুনে পুড়ে গেছে সোয়া কোটিরও বেশি টাকার ঝাড়ু ফুল। উপজেলার মেরুং ইউনিয়নের ভুইয়াছড়ায় গতকাল বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৪ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে মজুদ রাখা ঝাড়ু ফুল পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর শুনেই জ্ঞান হারান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দীপক দেবনাথ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেরুং ইউপির ভুইয়াছড়া এলাকায় বন থেকে সংগ্রহ করা ঝাড়ু ফুল কিনে তা ব্যবসার জন্য খোলা মাঠে শুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে এগুলো সরবরাহ করেন ব্যবসায়ী দীপক দেবনাথ। গতকাল সকালে ঝাড়ু ফুল ট্রাকে বোঝাই করার সময় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। প্রথমে খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে যোগ দেয়। 

মেরুং ঝাড়ু ফুল ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আব্দুর রহমান জানান, ব্যবসায়ী দীপক দেবনাথের ২০ ট্রাকের মতো ঝাড়ু ফুল মজুদ ছিল। এর আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকারও বেশি। সবই পুড়ে যাওয়ায় আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন এ ব্যবসায়ী। আগুন লাগার খবর শুনে জ্ঞান হারানোর পর দীপক দেবনাথকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, আগুন লাগার ঘটনা শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। চারপাশে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫