সাবেক ডিআইজি পিজন বজলুরের জামিন স্থগিত

প্রকাশ: মে ২৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত কারা অধিদফতরের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশীদকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। আজ সোমবার (২৯ মে) ভারপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জ্ঞাত আয়ের বাইরে ৩ কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৩ অক্টোবর পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয় কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত ডিআইজি বজলুর রশিদকে। এছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

গত ৫ এপ্রিল বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ তাকে ২৯ এপ্রিল পর্যন্ত জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। গত ২ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত ২৯ মে পর্যন্ত জামিনাদেশ স্থগিত করেন। এর পাশাপাশি শুনানির জন্য ২৯ মে নির্ধারণ করে নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫