ফানা থেকে বাদ পড়েছিল পোল্যান্ডে ধারণ করা দৃশ্য

প্রকাশ: মে ২৯, ২০২৩

ফিচার ডেস্ক

পোল্যান্ডের ভয়াবহ শীতে জমে যাওয়ার মতো অবস্থা। রেহানের গায়ে পুরু জ্যাকেট। অথচ জুনির গায়ে পাতলা শিফনের সালোয়ার কামিজ। এ অবস্থায় তাকে শুটিং করতে হয়েছিল।

বলছি আমির খান (রেহান) ও কাজল (জুনি) অভিনীত ‘ফানা’ সিনেমার কথা। কুনাল কোহলি পরিচালিত আইকনিক সিনেমাটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। সম্প্রতি ফানার ১৭ বছর পূর্তি হলো। এ সিনেমার একটি গানের দৃশ্যের কথাই ওপরে বলা হয়েছে। কিন্তু পোল্যান্ডে ধারণ করা গানের দৃশ্যটি সিনেমা থেকে ছেঁটে ফেলা হয়। মুম্বাইয়ে নতুন করে গানটির শুটিং করা হয়েছিল। এ প্রসঙ্গে কাজল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শুটিংয়ের প্রথম দিনে পোল্যান্ডের তাপমাত্রা ছিল মাইনাস ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড। একটি বরফ 

জমা লেকে আমি কেবল পাতলা শিফনের সালোয়ার কামিজ পরা ছিলাম। কনকনে ঠাণ্ডা বাতাসের কথা তো বাদই দিলাম।’ এরপর তিনি মজা করে লেখেন, ‘আর আমির খান স্থানীয় বাজার থেকে নিজের জন্য একটি সুন্দর পুরু জ্যাকেট কিনেছিল।’ গানটি শুটিংয়ের সময় কষ্ট করতে হয়েছিল কাজলকে। তাই সিনেমা থেকে দৃশ্যটি ফেলে দেয়ায় তিনি কষ্ট পেয়েছিলেন। পরবর্তী সময়ে মুম্বাইয়ে দৃশ্যধারণের কারণে এর সৌন্দর্যও বেশ নষ্ট হয়েছে বলে মনে করেন তিনি। কাজল লেখেন, ‘পোল্যান্ডের ভয়াবহ শীতে আমার চেহারায় কষ্টের একটি স্বাভাবিক ছাপ ছিল। আর সম্পূর্ণ দৃশ্যে ছিল চেরি ফুলের অনবদ্য সৌন্দর্য। অথচ দৃশ্যটি বাদ দেয়া হলো। মুম্বাই ফেরার পর গানটির পুনরায় শুটিং হলো।’ নারী ও অভিনেত্রীদের এসব প্রচেষ্টাকে যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানিয়ে কাজল লেখেন, ‘সবকিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য সারা বিশ্বে নারী ও অভিনেত্রীরা এর চেয়েও বেশি কষ্ট করছেন। আমরা কি তাদের স্যালুট জানাতে পারি না?’ 

ফানা সিনেমায় দৃষ্টিপ্রতিবন্ধী এক কাশ্মীরি নারীর চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। এর আগে সিনেমাটির ১৫ বছর পূর্তিতে আমির খান জানিয়েছিলেন, জুনি চরিত্রে তিনি সবসময় কাজলকেই কল্পনা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘প্রথমবার স্ক্রিপ্টটি শোনার পর আমি বলেছিলাম, জুনি চরিত্রে অভিনয় করার মতো একজনই আছে, আর সে হচ্ছে কাজল।’ অথচ তখনো পর্যন্ত দুজনের কেউই জানতেন না তারা একসঙ্গে অভিনয় করতে পারবেন। এ প্রসঙ্গে আমির খান বলেছিলেন, ‘কিন্তু একটি সমস্যা ছিল। যদি সে সিনেমাটি করে, তাহলে আমি হয়তো সেখানে থাকব না। তারপর আমি বলেছিলাম, যদি সে জানে আমি সিনেমাটিতে অভিনয় করছি, সে অভিনয় করবে না।’ এর কারণ ব্যাখ্যা করে আমির খান বলেন, ‘আমি কখনো ভাবিনি আমরা একসঙ্গে অভিনয় করতে পারব। এটি অসম্ভব মনে হয়েছিল। কারণ আমাদের অভিনয়ের স্টাইল ভিন্ন ছিল।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫