আইপিএল ফাইনাল আজ রিজার্ভ ডেতে

প্রকাশ: মে ২৮, ২০২৩

ক্রীড়া ডেস্ক

বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচটা বৃষ্টির কারণে রোববার রাতে অনুষ্ঠিত হতে পারেনি। বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটের দিকে  আম্পায়াররা সিদ্ধান্ত টানেন, ফাইনাল হবে রিজার্ভ ডেতে। আজ সোমবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

রোববার রাত ৮টায় শুরুর কথা থাকলেও ভারী বৃষ্টির কারণে টসই হয়নি। ৯টার দিকে কিছু সময়ের জন্য বৃষ্টি থামলেও পরে আবার ফিরে আসে। তখন আসা-যাওয়া করছিল। সবশেষ রাত ১২টা পর্যন্ত শুরুর সময় ছিল এবং ৫ ওভারের ম্যাচ হতো। যদিও তার কোনো আশা না দেখে আম্পায়াররা দিনের সমাপ্তি টানেন।

চেন্নাই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাটকে হারায়। এরপর গুজরাট দ্বিতীয় কোয়ালিফায়ারে হারায় মুম্বাই ইন্ডিয়ান্সকে। দ্বিতীয় শিরোপার লক্ষে খেলবে হার্দিক পান্ডিয়ার দল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫