প্রতীক পেলেন খুলনা সিটি নির্বাচনের চার প্রার্থী

প্রকাশ: মে ২৬, ২০২৩

বণিক বার্তা প্রতিনিধি, খুলনা

খুলনা সিটি কপোরেশন নির্বাচনের চার মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ শুক্রবার (২৬ মে) সকালে খুলনা নির্বাচন অফিসের সম্মেলনকক্ষে রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়ালকে হাতপাখা, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধুকে লাঙল ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেনকে গোলাপ ফুল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

মেয়র প্রার্থীদের প্রতীক দেয়ার পর শুরু হয়েছে সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর প্রতীক বরাদ্দের কাজ। বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলার কথা রয়েছে।

আগামী ১২ জুন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে খুলনা সিটি করপোরেশনের ভোট। এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় পাঁচ লাখ ৩৫ হাজার। ২৮৯টি ভোটকেন্দ্রে কক্ষ থাকবে এক হাজার ৭৩২টি। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আউয়াল, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, স্বতন্ত্র এস এম শফিকুর রহমান, আল আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলাম এই সাতজন।

যাছাই বাছাইয়ে মনোনয়নপত্রে তথ্যের ঘাটতি ও ভুল তথ্য থাকায় জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, স্বতন্ত্র এস এম শফিকুর রহমান, আল আমিন মো. আবদুল্লাহ চৌধুরী ও সৈয়দ কামরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে পরে নিয়ম অনুযায়ী বাদ পড়া প্রার্থীরা খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করলে মঙ্গলবার সেখানে অনুষ্ঠিত শুনানিতে অন্য তিন প্রার্থীর আপিল নামঞ্জুর হলেও প্রার্থীতা ফিরে পান জাকের পার্টির এস এম সাব্বির হোসেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫